Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০১৮

দেশের উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্তে আজ (২১ নভেম্বর ২০১৮ খ্রিঃ তারিখে) বাংলাদেশ চা বোর্ড কর্তৃক পঞ্চগড় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের চা আবাদ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবিনা ইয়াসমিন, জেলা প্রশাসক, পঞ্চগড় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবু বকর সিদ্দিক, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়। পঞ্চগড় জেলার ৫টি উপজেলার ৪৫ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় চা আবাদের বিভিন্ন দিক যেমন- উত্তরবঙ্গে চা চাষের ইতিহাস ও সম্ভাবনা, চায়ের জাত, নার্সারী ব্যবস্থাপনা, মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা, চা চাষাবাদ কৌশল, পাতা চয়ন, টিপিং ও প্রুনিং এবং পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে দিনব্যাপী আলোচনা হয় এবং হাতে কলমে চা চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র পর্যায়ে চা চাষিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হবে।


প্রকাশন তারিখ : 2018-11-21